http://shamsfood.com/

এসিআই এনিমেল হেলথের রেপটাইলস ইনকিউবিউটর হস্তান্তর

10455262_732621050114327_852950499131337299_n

বিপন্ন কুমির রক্ষার্থে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাগেরহাটের খান জাহান আলী দিঘী কর্তৃপক্ষকে রেপটাইলস ইনকিউবিউটর প্রদান করেছে এসিআই এনিমেল হেলথ। সকালে ঢাকার এসিআই সেন্টারে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড. নূরুল আমিনের কাছে কুমিরের ডিম ফোটানোর উপযোগি ইনকিউবিউটর হস্তান্তর করেন এসিআই এগ্রি বিজনেসের নির্বাহী পরিচালক ড. এফ. এইচ আনসারী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই এনিমেল হেলথের বিজনেস ডিরেক্টর মো. শাহিন শাহ। কোরিয়ান এই আধুনিক মেশিনের মাধ্যমে তাপমাত্রা কমবেশি করে খুব সহজেই ছেলে কুমির ও মেয়ে কুমিরের বাচ্চা ফোটানো যায়। যা দেশের কুমির চাষে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

http://shamsfood.com/