http://shamsfood.com/

নগ্ন দৃশ্যে ঋতুপর্ণা,সংসারে ভাঙনের সুর!

rituporna-2
টালিগঞ্জের নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে। মতের অমিলের কারণে স্বামী সঞ্জয় চক্রবর্তীকে ছেড়ে এখন আলাদা থাকছেন তিনি। স্বামীর অনুশাসনে ঋতুর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে তিনি অভিযোগ করেছেন।
জানা গেছে, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মুক্তি’কে ঘিরেই ঋতু-সঞ্জয়ের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত ঘটে।rituporna
ছবি রিলিজের আগেই ‘ঋতু-রাজদীপ হট-সিন’ নামের ভিডিও ইন্টারনেটে প্রকাশ পায়। এটা দেখেই সঞ্জয় রীতিমতো তেলে-বেগুনে জ্বলে উঠেন। এর জের ধরেই তিনি ঋতুর সঙ্গে একাধিকবার বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এমনকি ঋতুর গায়ে সঞ্জয় রীতিমতো হাতও তোলেন। ঋতুও রাগ করে বাড়ি ছেড়ে এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে চলে যান। সঞ্জয়কে এখন রীতিমত তিনি এড়িয়েও চলছেন।

http://shamsfood.com/