http://shamsfood.com/

নোয়াখালীতে বিজেএমসিকে হারালো ঢাকা মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের নোয়াখালী ভেন্যুতে বিজেএমসিকে ২-১ গোলে হারালো ঢাকা মোহামেডান স্পোর্টিং লি.। শুক্রবার খেলার শুরুর ৩ মিনিটের মাথায় বিজেএমসির ওটাবেকের গোলে এগিয়ে যায় দল।

শুরুতে গোল খেয়ে মোহামেডান নিজেদেরকে গুছিয়ে আনার চেষ্টা করে। ১৯ মিনিটের সময় মালির ফরোয়ার্ড ডিয়াবেট বল নিয়ে ভেতরে ঢুকলে বিজেএমসির গোলরক্ষককে ফেলে দিলে প্যানাল্টি পায় মোহামেডান। জাপানি ফরোয়ার্ড নাগাতা গোল করে দলে সমতা আনে।

৬০ মিনিটের সময় ডিয়াবেট একক প্রচেষ্টায় বিজেএমসির ডিবক্সের ভিতরে ঢুকে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন। ৬১ মিনিটের সময় বিজেএমসির ওটাবেকের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৬ মিনিটের মোহামেডানের রাব্বি একটি সহজ সুযোগ মিস করেন।

http://shamsfood.com/