http://shamsfood.com/

বসুরহাট-কবিরহাট সড়কে পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১ আহত ১


নোয়াখালীর কোম্পানীগঞ্জে পিকআপ-ট্রাক্টর মুখোমুখি সংষর্ষে ১জন নিহত হয়েছে আহত ১।
উপজেলার বসুরহাট কবিরহাট সড়কের দিনার দোকান নামক স্থানে রাত সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দূর্ঘটনাস্থলে ট্রাক্টর চালকের হেলপার সেলিম (২৫) নিহত হয়। এ দূর্ঘটনায় চালক আবু তাহের গুরুত্বর আহত হয়। নিহত হেলপার ও গুরুত্বর আহত চালক আপন মামা ভাগ্নে।

নিহত ট্রাক্টর হেলপার উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছোটরাজাপুর গ্রামের ডুববালেদের বাড়ির আবদুল হাকিম’র ছেলে।

নিহত হেলপারের লাশ তার আত্মীয়স্বজন হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।

http://shamsfood.com/