http://shamsfood.com/

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ফেনীতে শিশু আনন্দ মেলা

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ফেনীতে  দিনব্যাপী শিশু  আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।  গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলােচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া , ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।
বাংলাদেশ শিশু একাডেমী ফেনী জেলা শাখার আয়ােজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায়  সাংস্কৃতিক সংগঠক পৃর্থ্বীরাজ চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ।
এ উপলক্ষে আয়ােজিত বিভিন্ন প্রতিযােগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশু শিল্পীরা। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে  ফিতা কেটে শিশু আনন্দ মেলার উদ্বােধন করেন প্রধান অতিথি  জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
শিশু আনন্দ মেলায় শিশুদের বিভিন্ন উপকরনের ছয়টি স্টলও শোভা পায়।
http://shamsfood.com/